ঢাকাTuesday , 28 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নিয়ম বহিভূতভাবে ধান ও চাল সংগ্রহ করলে কঠোর ব্যবস্হা নেওয়া হবে: ডিসি বগুড়া

Nadigram
November 28, 2023 10:30 pm
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টারঃ

বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেছেন নিয়ম বহির্ভূতভাবে ধান ও চাল সংগ্রহ করলে কঠোর ব্যবস্থা্ নেওয়া হবে। কৃষক ও মিলার উভয়ই যাতে ন্যায্যমূল্য পায় সেজন্য সরকারি ভাবে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। শতভাগ নির্দেশ মেনে সকলকে ধান ও চাল ক্রয় করতে হবে। যারা এসব নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেোওয়া হবে। এছাড়াও কৃষকরা যেন গুদামে ধান নিয়ে এসে হয়রানির শিকার না হয় সেটি কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।
২৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়ায় আনুষ্ঠানিকভাবে ডিজিটাল খাদ্যশস্য সংগ্রহ ও ব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন ‘বগুড়া সদর এলএসডিতে ৫২ মেট্রিকটন ৫৬০ কেজি চাল ও ৩ মেট্রিকটন ধান ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জেলার সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবার জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার পরিমাণ ৭ হাজার ৪৩ মেট্রিকটন ও সিদ্ধ চাল ২১ হাজার ২৫৭ মেট্রিকটন। প্রতি কেজি ধান ৩০ টাকা ও সিদ্ধ চাল প্রতি কেজি ৪৪ টাকা দরে কৃষকদের থেকে কেনা হবে। এছাড়াও জেলার অন্যান্য উপজেলাতেও এ কার্যক্রম শুরু হয়েছে।’

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের সভাপতিত্বে এসময় ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্হিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মতলুবর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন। এছাড়াও অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী, জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্যগণসহ কৃষক ওবং মিল মালিকগণ।

২০২৩-২০২৪ মৌসুমে বগুড়া জেলার উপজেলা সমূহে ধান ও সিদ্ধ চালের বিভাজিত লক্ষ্যমাত্রার পরিমাণঃ
বগুড়া সদরে ধান ৩৮৯ মেট্রিকটন ও সিদ্ধ চাল ১ হাজার ৬০৪ মেট্রিকটন, শাজাহানপুরে ধান ৫২৩ মেট্রিকটন ও সিদ্ধ চাল ৯১৬ মেট্রিকটন, শিবগঞ্জে ধান ৭৭৩ মেট্রিকটন ও সিদ্ধ চাল ১ হাজার ২৬১ মেট্রিকটন, সোনাতলায় ধান ৩৭৪ মেট্রিকটন ও সিদ্ধ চাল ৭৮৪ মেট্রিকটন, গাবতলী উপজেলায় ধান ৬৩৪ মেট্রিকটন ও সিদ্ধ চাল ৬৮০ মেট্রিকটন, সারিয়াকান্দিতে ধান ৪৮৮ মেট্রিকটন ও সিদ্ধ চাল ৬৩৮ মেট্রিকটন, ধুনটে ধান ৬৪৫ মেট্রিকটন ও সিদ্ধ চাল ৩৩১ মেট্রিকটন, শেরপুরে ধান ৮৬১ মেট্রিকটন ও সিদ্ধ চাল ৪ হাজার ৬৪৮ মেট্রিকটন, নন্দীগ্রামে ধান ৭৪৫ মেট্রিকটন ও সিদ্ধ চাল ৭৪২ মেট্রিকটন, কাহালুতে ধান ৭০০ মেট্রিকটন ও সিদ্ধ চাল ১ হাজার ১৯৮ মেট্রিকটন, দুপচাঁচিয়ায় ধান ৪৪৯ মেট্রিকটন ও সিদ্ধ চাল ৩ হাজার ৭০১ মেট্রিকটন এবং আদমদীঘি উপজেলায় ৪৬২ মেট্রিকটন ধান ও ৪ হাজার ৭৫৪ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।