এইচএম ফারুক, চলনবিল প্রতিনিধিঃবিএনপির জামায়াতের নৈরাজ্য জ্বালাও পোড়াও এবং সকাল- সন্ধ্যা হরতালের প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল শেষে শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মী এ সমাবেশে যোগ দেন।রবিবার(২৯ অক্টোবর) সকালে দবিরগঞ্জ হতে হরিণ চড়া বাজারে বিভিন্ন রাস্তা পদক্ষণ শেষে বাজারে গোল চত্বরে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন মন্ডলের সঞ্চালনায়, বিক্ষোভ মিছিল শেষ হয়ে দলীয় কার্যালয়ে এসে সারাদিন ব্যাপী শান্তি সমাবেশ চলে।
শান্তি সমাবেশে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বক্তব্যে বলেন,বিএনপি জামায়াত জোট সরকার দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করেছিল। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে,এজন্য আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত কে জনগণ আর ভোট দেবে না। তাই তারা নাশকতা আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। জামায়াত বিএনপি’র এমন নৈরাজ্য প্রতিহত করতে আমরা মাঠে আছি।
এ সময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী।

