আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পলাশবাড়ী উপজেলার ১ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নের মোট ৬৬ টি কেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষক লীগ সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি পেয়েছেন ২৬ হাজার ৭শত ৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মফিজুল হক সরকার ঈগল প্রতিকে পেয়েছেন ১৬ হাজার ১৬ ভোট পেয়েছেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মোঃ জাহিদ কেটলি প্রতিকে পেয়েছেন ৩ শত ১৯ ভোট, জাসদের এস এম খাদেমুল ইসলাম খুদি মশাল প্রতিকে পেয়েছেন ৩ শত ৯৭ ভোট, জাতীয় পার্টির মইনুর রাব্বী চৌধুরী লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৩ শত ৪৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ আজিজার রহমান ঢেঁকি প্রতিকে পেয়েছেন ২ হাজার ৫ শত ৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ জাহাঙ্গীর আলম আম প্রতিকে ৫৮ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএন মোঃ মনজুরুল হক নোঙ্গর প্রতিকে পেয়েছেন ৩৬ ভোট, বাংলাদেশ কল্যাণ পার্টির ব্রিগেডিয়ার (অবঃ) মোঃ মাহমুদুল হক হাত ঘড়ি প্রতিকে পেয়েছেন ১ হাজার ৩ শত ২৫ ভোট, কৃষক শ্রমিক জনতালীগের মোঃ মোস্তফা মনিরুজ্জামান গামছা প্রতিকে পেয়েছেন ১ শত ৩২ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ সাহরিয়ার খান বিপ্লব ট্রাক প্রতিকে পেয়েছেন ১ শত ৪৭ ভোট, মোট প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা: ৫৩ হাজার ২৮ ভোট, বাতিলকৃত ভোট ১ হাজার ২ শত ৯৫ ভোট, সর্বমোট প্রদত্ত ভোট ৫৪ হাজার ৩ শত ২৩ ভোট।
৭ জানুয়ারী দিনব্যাপী নির্বাচনে ভোট গ্রহন শেষে কেন্দ্র ভোট থেকে প্রাপ্ত ফলাফল সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এ ফলাফল ঘোষণা করেন।
এসময় উপজেলা নির্বাচন অফিসার জায়েদা বেগম, উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহমুদুল হাসান, থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

