মো: শিবলু রহমান ,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে কয়েকদিনের অতি বৃষ্টিতে পানিবন্দি উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা আশ্রয়ন প্রকল্পের বসবাসকারি পরিবার ও একই গ্রামের পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। উপজেলার মানিকদিপা আশ্রয়ণ প্রকল্পের পানিবন্দী ০৯ টি পরিবার ও একই গ্রামের পানিবন্দী আরও ১১ টি পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে শুকনো খাবার বিতরণ করেন। উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব প্রভাষক সোহরাব হোসেন ছান্নু সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ও আব্দুল বাছেদ (রন্জু) ওয়ার্ড সদস্য ০২ নং ওয়ার্ড আড়িয়া ইউনিয়ন পরিষদ।খাবার বিতরণ শেষে এলাকা বাসীর সার্বিক খোঁজ খবর নেন এবং কুশল বিনিময় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ।

