আব্দুল আহাদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকার উপ -শাখার মধ্যে ১ কোটি ১ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমান । গতকাল বৃহস্পতিবার নন্দীগ্রাম ভিতর বাজার থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত ড্রেনের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে মেয়র আনিছুর রহমান বলেন, টেকসই উন্নয়নে মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করে যাচ্ছি। নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে রাস্তা, ড্রেন, পরিকল্পিত নগর এবং মাদকমুক্ত পৌরসভা গড়ার কথা ছিল। এসব প্রতিশ্রুতির অনেকটাই বাস্তবায়ন করেছি। জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। পৌর এলাকার উপ -শাখার মধ্যে ১ কোটি ১ লাখ টাকা ব্যয়ে বড় ড্রেন নির্মাণ কাজ শুরু হলো ।এটি পৌরবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো। অবশেষে পৌরবাসীর স্বপ্ন পূরন হলো। ঠিকাদারদের উদ্দেশ্যে মেয়র আনিছুর বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে এবং কাজগুলো দ্রুত শেষ করতে হবে। জনগণের অর্থে নির্মিত ড্রেন থেকে জনগণ বহুবছর যেন উপকার ভোগ করতে পারে সেটার নিশ্চয়তা রাখতে হবে। এ সময় মেয়র কাজের গুণগত মান নিশ্চিতে ঠিকাদারদের দায়িত্বপূর্ণ ভূমিকা রাখতে নির্দেশ দেন। তিনি বলেন, কাজের মানের বিষয়ে কোন অভিযোগ প্রমাণিত হলে প্রকৌশলী বা ঠিকাদার কাউকে ছাড় দেওয়া হবে না।

