ঢাকাFriday , 19 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন

প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ করলেন: মেয়র আনিছুর 

Nadigram
January 19, 2024 9:52 am
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে জেঁকে বসেছে শীত। শীতের নগরী হিসেবে নন্দীগ্রাম খুবই পরিচিত, কনকনে শীতে বিপর্যস্ত এখানকার জনজীবন। উষ্ণতায় হার কাঁপানো এ শীতে হতদরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমান।

জানা গেছে,গত বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে পৌরসভার কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫০০ টি কম্বল পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের শীতার্ত দুঃস্থ ও অতিদরিদ্র জনসাধারনের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আনিছুর।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন মাহমুদ, প্যানেল মেয়র সাইফুল ইসলাম, মহিলা কাউন্সিলর ববিতা , পৌরসভার কর্মকর্তারা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ কালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন,অসহায় শীতার্ত মানুষের কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব উপহার দিচ্ছেন।আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। প্রধানমন্ত্রী সব সময় খেটে খাওয়া মানুষের জন্য ভাবেন। তাই প্রধানমন্ত্রী উপহার আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি।মেয়র বলেন একটি শীতবস্ত্র হলো, একজন অসহায় শীতার্ত মানুষের অস্ত্র। তাই মানবিক দিকগুলো বিবেচনা করে যেখানে শীতকালে তীব্র শীতে স্থবির হয়ে যায় সবকিছু, সেখানে অন্তত শীতকালের মানবিক সাহায্য হিসেবে একটি মোটা কম্বল অসহায় মানুষগুলোর গায়ে জড়িয়ে দেয়ার মতো প্রশান্তি আর নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।