মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আশির দশকের তুখোড় ছাত্রনেতা তিনি। সরকারি মনসুর আলী কলেজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং সেই সময়ের ফাগুনে স্ফূলিঙ্গ নামের ম্যাগাজিনের সম্পাদক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত উপ পরিচালক আব্দুর রাজ্জাক। বুধবার দুপুরে তিনি কাজিপুর উপজেলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। বেলা সাড়ে এগারটায় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী এবং সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিল। এরপর উপস্থিত সাংবাদকর্মিগণ তাকে ফুলের মালা পরিয়ে শ্রদ্ধা জানান।
এসময় আব্দুর রাজ্জাক বলেন, সৃজনশীল সাহিত্য, সংবাদ এবং মানবিক মানুষ কথাগুলোর সাথে যারা নিজেকে মিলিয়ে চলেন এবং হৃদয়ে ধারণ করেন তারাই প্রকৃত সাংবাদিক। তাদের লেখনির মাধ্যমে সমাজ ও রাষ্ট্র সমৃদ্ধ হয়। তাদের দেখানো পথে এগিয়ে গেলে সমাজ থেকে সকল অন্যায় অসাম্য দূর হবে।
কথা প্রসঙ্গে আব্দুর রাজ্জাক আরও জানান, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে সাংবাদিকগণ এখন অনেকখানি স্বাধীনভাবে কাজ করছে। আগামী সাত জানুয়ারী ভোট সম্পর্কে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে জানান, এখন যা পরিস্থিতি তাতে করে কোন সমস্যা হবে না। তাই রবিবার সকাল থেকে প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নৌকা মার্কায় ভোট দিতে তিনি সকলকে সকালেই ভোটকেন্দ্রে যাবার আহবান জানান। তিনি আরও বলেন এখন পুরোপুরি স্বতঃস্ফূর্ত ভোটের পরিবেশ তৈরি হয়েছে। ভোটকেন্দ্র যেন একটি উৎসবের কেন্দ্রে পরিণত হয় সেজন্যে ভোট দেবার পরেও কেন্দ্রে অবস্থানের জন্য তিনি ভোটারদের অনুরোধ জানান।
এসময় সাংবাদিকগণ প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার কথা জানালে তিনি তা সমাধানের আশ্বাস দেন।

