শাহজাহান আলী স্টাফ রিপোর্টারঃঅবরোধের দ্বিতীয় দিন বুধবার বগুড়ার দু’টি পয়েন্টা মহাসড়কের দখল নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।০১ নভেম্বর(বুধবার) সকাল ৮ টার দিকে বগুড়া শহরের মাটিডালী এবং বেলা পৌণে ১০ টার দিকে জিরো পয়েন্ট তিনমাথা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় স্হানে বিএনপির নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচি পালনের পক্ষে অবস্থান নিলে পুলিশ তাদেরকে প্রতিহত করতে টিয়ার শেয়ল নিক্ষেপ করে। এতে অবরোধ সমর্থনকারীরা পুলিশকে লক্ষ করে ইট- পাটকেল নিক্ষেপ ছুঁড়ে।
এছাড়াও দুপুর সোয়া ১২ টার দিকে বাঘোপাড়া এলাকায় বিএনপি নেতা-কর্মীরা পণ্যবাহী একটি ট্রাকে আগুন দেয়। অবরোধ চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ এবং বিজিবি সদস্যরা বিভিন্ন স্হান থেকে আসা পণ্যবাহী ৫০টি ট্রাক শহরের সীমানা অতিক্রম করতে সহায়তা করেন।
এদিকে অবরোধের প্রথমদিন সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাশেদ রহমান নামে বিএনপি’র মিডিয়া সেলের এক সদস্যকে বুধবার শহরের তিনমাথা এলাকা থেকে গ্রেফতার করেছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান,রাশেদ রহমান যুবদলের সদস্য। অবরোধের সমর্থনে জামায়তে ইসলামির পক্ষ থেকে শহরের কয়েকটি পয়েন্ট ঝটিকা মিছিল বের করা হয়। অন্যদিকে অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের বনানী এবং মাটিডালী এলাকায় সমাবেশ করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান,কেউ ষাতে মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সূ্ৃষ্টি করতে না পারে সেজন্য আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছি।

