শাহজাহান আলী স্টাফ রিপোর্টারঃ জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিন বগুড়ায় অবরোধের সমর্থনে মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
২২ নভেম্বর(বুধবার) থেকেই বগুড়া- নওগাঁ মহাসড়কে এবং দ্বিতীয় বাইপাস মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছ জামায়াত – শিবিরের নেতাকর্মীরা। সকাল ৭ টায় দ্বিতীয় বাইপাসের সাবগ্রাম ঘুনিয়াতলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান এ বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান নেতাকর্মীদের উদেশ্যে বলেন,নির্বাচন কমিশন অধুকাংশ রাজনৈতিক দলের দাবি অগ্রায্য করে শুধুমাত্র সরকারকে খুশি রাখতে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।দেশবাসী এবং বিশ্ববাসী একটি অবাধ, সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহনে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানালেও আওয়ামী লীগ সকলের দাবি উপেক্ষা করে তৃতীয় বারের মত একদলীয় নির্বাচন করার পাঁয়গ্তারা জরছে। এই নির্বাচন দেশকে ধবংসের পথে নিয়ে যাচ্ছে। সময় থাকতেই তফসিল বাতিল করে সকল রাজনৈতিক দলকে নিয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য আমার জোর দাবি জানাচ্ছি। সেই সাথে অবিলম্বে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ারও জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার ও নির্বচন কমিশনকে দাবি মানতে বাধ্য করা হবে।
এদিকে, অবরোধের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীর বগুড়া- নওগাঁ মহাসড়কে চারমাথার পাশ্ববর্তী এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

