শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:
বগুড়ায় তিনটি আসনে নৌকার প্রার্থী, ৬ টি আসন থেকে জাকের পার্টি ও দুটি আসন থেকে ২ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
১৭ ডিসেম্বর(রোববার) বিকালে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আসনগুলো হচ্ছে- বগুড়া-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ আসনে সিরাজুল ইসলাম খান রাজু,বগুড়া-৪ আসনে হেলাল উদ্দিন কবিরাজ, জাকের পার্টি থেকে বগুড়া -২ আসনে আজগর আলী, বগুড়া-৩ আসনে গোলাম মোস্তফা, বগুড়া-৪ আসনে আব্দুর রশিদ সরদার,বগুড়া-৫ আসনে মাসুম রানা ওয়াসিম,বগুড়া-৬ আসনে মোহাম্মদ ফয়সাল বিন শফিক ও বগুড়া- ৭ আসনে নাজির মাহমুদ রতন, বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান, বগুড়া- ৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদসহ মোট ১১ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী সেল এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য প্রার্থীরা আবেদন জমা দেন।
এদিকে আওয়ামী লীগের ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার কেন্দ্রীয় থেকে চিঠি দেওয়া হয়েছে।
জাকের পার্টির বগুড়া জেলা সভাপতি মোহাম্মদ ফয়সাল বিন শফিক জানান,বগুড়ার ৬ টি আসেন তাদের প্রার্থী ছিলো। ৬টি আসন থেকেই তারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান হানান,জেলার ৭ টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৮৯ জন প্রার্থী, তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৩৭ জন।
যাচাই-বাছাই শেষে ৫৯ জন কে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করেন জেলা রিটারিং অফিসার। পরে আপিল করে প্রার্থীতা ফিরে পান ৫ জন প্রার্থী। সবমিলিয়ে আওয়ামী লীগ জাপা জাসদ স্বতন্ত্রসহ অন্যান্য দল মিলে ৬৪ প্রার্থী বৈধ ছিলেন।
জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, জেলার ৭টি আসনে ১১জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সবমিলিয়ে ৫৩ জন প্রার্থী রয়েছেন। আমরা অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবো।
শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,
বগুড়ায় তিনটি আসনে নৌকার প্রার্থী, ৬ টি আসন থেকে জাকের পার্টি ও দুটি আসন থেকে ২ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
১৭ ডিসেম্বর(রোববার) বিকালে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আসনগুলো হচ্ছে- বগুড়া-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ আসনে সিরাজুল ইসলাম খান রাজু,বগুড়া-৪ আসনে হেলাল উদ্দিন কবিরাজ, জাকের পার্টি থেকে বগুড়া -২ আসনে আজগর আলী, বগুড়া-৩ আসনে গোলাম মোস্তফা, বগুড়া-৪ আসনে আব্দুর রশিদ সরদার,বগুড়া-৫ আসনে মাসুম রানা ওয়াসিম,বগুড়া-৬ আসনে মোহাম্মদ ফয়সাল বিন শফিক ও বগুড়া- ৭ আসনে নাজির মাহমুদ রতন, বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান, বগুড়া- ৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদসহ মোট ১১ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী সেল এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য প্রার্থীরা আবেদন জমা দেন।
এদিকে আওয়ামী লীগের ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার কেন্দ্রীয় থেকে চিঠি দেওয়া হয়েছে।
জাকের পার্টির বগুড়া জেলা সভাপতি মোহাম্মদ ফয়সাল বিন শফিক জানান,বগুড়ার ৬ টি আসেন তাদের প্রার্থী ছিলো। ৬টি আসন থেকেই তারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান হানান,জেলার ৭ টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৮৯ জন প্রার্থী, তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৩৭ জন।
যাচাই-বাছাই শেষে ৫৯ জন কে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করেন জেলা রিটারিং অফিসার। পরে আপিল করে প্রার্থীতা ফিরে পান ৫ জন প্রার্থী। সবমিলিয়ে আওয়ামী লীগ জাপা জাসদ স্বতন্ত্রসহ অন্যান্য দল মিলে ৬৪ প্রার্থী বৈধ ছিলেন।
জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, জেলার ৭টি আসনে ১১জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সবমিলিয়ে ৫৩ জন প্রার্থী রয়েছেন। আমরা অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবো।