ঢাকাSunday , 3 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কে অপহরণের অভিযোগ

Nadigram
December 3, 2023 7:47 am
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিলির সমর্থক নাজমা খাতুন(৩৩) কে সহ পরিবারের সদস্যদেরকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।

অপহিত নাজমা খাতুন বগুড়ার সারিয়াকান্দি থানার কামালপুর ইউনিয়নের সুলতানার গ্রামের বেলাল হোসেনের স্ত্রী, এসময় ওই সমর্থকের স্বামী ও শিশু সন্তানসহ তারা পরিবারের তিন সদস্যকে অপহরণ কথা অভিযোগে উল্লেখ করা হয়।

২রা ডিসেম্বর (শনিবার) দুপুরে কামালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনোয়ার হোসেন বাদি হয়ে সারিয়াকান্দি থানায় এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,সুনাতারা গ্রামের মৃতঃ ছুমছু মন্ডলের ছেলে মোঃ হেলাল উদ্দিন, মৃতঃ জালাল মন্ডলের ছেলে মোঃ রবিউল হাসানসহ আরো কয়েকজন ১লা ডিসেম্বর(শুক্রবার) রাতে ওই পরিবারকে অপহরণ করে নিয়ে যায়। শাহাজাদী আলম লিপির সমর্থন করায় নাজমা খাতুনকে তার স্বামী ও শিশু সন্তানসহ অপহরণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এবিষয়ে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির সঙ্গে কথা বলে তিনি জানান, আমার নির্বাচনকে বাঞ্চাল করতে একট পক্ষ পরিকল্পিত ভাবে আমার সমর্থক কে অপহরণ করা হয়েছে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্হা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।