শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:বগুড়ায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে মারপিটের অভিযোগে ইজিবাইক চালক রিমন ও তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার(১১ জানুয়ারি) বিকাল পৌণে ৫ টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় এ ঘটনা ঘটে।গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার নালিতাবাড়ী এলাকার মোঃসাইফুল ইসলাম প্রামাণিক এবং তার ছেলে অটোরিকশা চালক মোঃ রিমন প্রামাণিক ওরফে ইমন। শুক্রবার দুপুরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান,বৃহস্পতিবার বিকাল পৌণে ৫টার দিকে ট্রাফিক বিভাগের কনস্টেবল মিলন বগুড়া শহরের সাতমাথা এলাকায় এলজি শো-রুমের সামনে রাস্তায় যানজট নিয়ন্ত্রণে কাজ করছিলেন। এ সময় চালক রিমন একটি অটোরিকশা রাস্তায় দাঁড় করিয়ে রেখে যাত্রী উঠাচ্ছিল।তখন কর্তব্যরত ট্রাফিক কনেস্টবল মিলন অটোরিকশাটিকে সরিয়ে নিতে বললে চালক রিমন উত্তেজিত হয়ে ওঠে এবং তার সাথে বাক- বিতন্ডা শুরু করে। এক পর্যায়ে কনটেস্টেবল মিলনকে এলোপাথাড়ি ভাবে কিলঘুষি ও লাথি মারে। এতে ট্রাফিক পুলিশ কনেস্টেবল মিলনের বাম হাতে,বাম পায়ের হাঁটুর নিচে ও বাম কাঁধে সাধারণ ও গুরুতর জখম হন। এ ঘটনায় লোকজনের সহযোগিতায় অটোরিকশা চালক রিমন ও তার বাবাকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়।তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত অটোরিকশা চালক রিমন ও তার বাবাকে আজ দুপুরের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

