শাহজাহান আলী স্টাফ রিপোর্টারঃবগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৪ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ শ্রী আকাশ চন্দ্র সেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হয়েছে র্যাব।মঙ্গলবার ( ৭ নভেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে সদর উপজেলার নওদাপাড়া এলাকায় র্যাব-১২ বগুড়া, এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ আকাশকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী আকাশ কুড়িগ্রামের জেলার ফুলবাড়ি থানার পূর্ব ফুলমতি এলাকার কার্তিক চন্দ্রের পুত্র।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল, একটি ছিম ও নগদ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আকাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

