শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:
বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২০ শে ডিসেম্বর (বুধবার) বগুড়ার ধুনট সরকারী কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এর অধীনস্থ ৯৩ সাঁজোয়া ব্রিগেড কতৃক ৫৫০টি কম্বল বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় বগুড়া ও নাটোর জেলা সহ বিভিন্ন স্থানে সর্বমোট ২ হাজার ৬৪৭টি কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সেনা প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলার ধুনট উপজেলার ধুনট সরকারী কলেজ মাঠে শীতার্ত স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করেন কমান্ডার, ৯৩ সাঁজোয়া ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মহসিন রেজা, ও এসপি, এএফডব্লিউসি, পিএসসি এবং অধিনায়ক, ৯ বীর (মেকানাইজড), লেঃ কর্নেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি।
এসময় স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

