নিজস্ব প্রতিবেদক : বগুড়া শহরের আজিজুল হক কলেজ সংলগ্ন কামারগাড়ী মোড়ে স্টাডি কেয়ার প্রাইভেট সেন্টার অবস্থিত। স্টাডি কেয়ার প্রাইভেট সেন্টারের ২৮ই অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বগুড়া শহরের ৩নং রেলগেট থেকে ৪ কিলোমিটার পশ্চিম দিকে শহরদিঘী নামক একটি বিলের পাড়ে সবুজেঘেড়া পরিবেশ এই বনভোজন হয়। এই সময় সেই প্রাইভেট সেন্টারের এইচএসসি ২০২৪ ব্যাচের প্রায় ২০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বনভোজনে সকালে বিভিন প্রতিযোগিতার আয়োজন ও পুরুষ্কার বিতারণ করেন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আল-আমিন (এম,এ)।
তার পর সে ছাত্র-ছাত্রীদের নিয়ে নিজ হাতে রান্না করে সবার মাঝে খাবার পরিবেশন করেন। তারপর তিনি একটি বিষয়ে বহুনির্বাচনী পরীক্ষা নেন। সব শেষে প্রতিষ্ঠাতা পরিচালক মোঃআলামিন (এম,এ) শিক্ষার্থীর অাহব্বান বলেন যে, সবাইকে নিয়মত পড়াশোনা করতে এবং মনোযোগী হতে যাতে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করায় যায়।
পাশাপাশি সবাইকে বিনীয় হতে ও ভবিষ্যতে ভালো নৈতিক মানুষ হওয়ার কথা বলেন।

