ঢাকাFriday , 15 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ট্রাক ড্রাইভার রুবেল হত্যার প্রধান আসামি গ্রেফতার

Nadigram
December 15, 2023 7:08 pm
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ট্রাকা চালক রুবেল হত্যার রহস্য উদঘাটনসহ ৪৮ ঘন্টার মধ্যে প্রধান আসামি মিনহাজুল(২৪) কে গ্রেফতার করেছে র‍্যাব।

১৪ ডিসেম্বর(বৃহস্পতিবার) বিবাগত রাত পৌনে ১২ টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা
থেকে আসামি মিনহাজুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মিনহাজুল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন জাহাঙ্গীরাবাদ চাউলিয়াপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। প্রাথমিক ভাবে এই হত্যাকান্ডের কথা করেছেন বলে জানিয়েছেন র‍্যাব।
১৫ ডিসেম্বর (শুক্রবার) বেলা ১২ টার দিকে বগুড়া র‍্যাবের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত বুধবার(১৩ ডিসেম্বর) শিবগঞ্জের চাউলিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে ট্রাক ড্রাইভার রুবেল মিয়াকে তার শয়ন কক্ষে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা,করা হয়। এই ঘটনায় নিহতের মা জামিলা বেগম শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রেস ব্রিফিং এ র‍্যাব জানান,অভিযোগ পাওয়ার পর র‍্যাবের চৌকস টিম আসামিদের ধরতে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আসামি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকায় আত্মতোগোপনে রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস টিম সেখানে অভিযান পরিচালনা করে। হত্যাকান্ডের ৪৮ ঘন্টা পর বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার দিকে গোবিন্দগঞ্জ এলাকা থেকে মামলার প্রধান আসামি মিনহাজুল কে গ্রেফতার করা হয়।
তবে প্রাথমিক ভাবে হত্যার কথা স্বীকার করেছে আসামি। আসামি বরাত দিয়ে র‍্যাব জানান, আসামি মিনহাজুল তার এক সহযোগীকে সঙ্গে নিয় ৪টি ইয়াবা ট্যাবলেট নিয়ে ট্রাক চালকের বাসয় যায়। এরপর তিনজন মিলে ইয়াবা সেবন করে। এর একপর্যায়ে মিনহাজুল ও তার অপর সহযোগী মিলে ট্রাক চালক রুবেলকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়তায় আঘাত করে।পরে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চিত করে তার।
র‍্যাব-১২ বগুড়া’র কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তৃতীয় একটি পক্ষ রুবেলকে হত্যার বিনিময়ে আসামিকে একটি বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়ে ছিল। আসামি সাথে নিহত রুবেলের পূর্বের পারিবারিক বিরোধের জের ও তৃতীয় পক্ষ থেকে বাড়ির অফার পেয়ে আসামি এই নির্মম হত্যাকান্ড ঘটায়।

মীর মনির হোসেন আরও জানান, গ্রেফতারকৃত আসামি মিনহাজুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।