শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:
বগুড়ার পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ শে ডিসেম্বর(শনিবার) সকাল সাড়ে ১০ টায় বগুড়ার পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর আয়োজনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বগুড়া (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএল, পিপিএম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রর্ত্তী মহোদয়পর শিক্ষক সুবোধ চন্দ্র রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,নবীনরা প্রবীনদের যথার্থ উত্তরাধিকার হয়ে সোনার বাংলা নির্মাণে আত্মানিয়োগ করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের গভনিং বডির সদস্য,শিক্ষকবৃনদ ও নবীন শিক্ষার্থীরা

