মোঃশিবলু রহমান শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার-প্রচারণায় মুখোরিত হয়ে উঠছে বগুড়া-০৭(শাজাহানপুর-গাবলতী) আসনের নির্বাচনী এলাকা। এ আসনে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন কাঁচি মার্কার।
নজরুল ইসলাম মিলন তার নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীন ছুটে চলেছেন। কাক ডাকা ভোর থেকে গণসংযোগ করে চলেছেন। কর্মী-সমর্থক নিয়ে ভোট প্রার্থনায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। করছেন উঠান বৈঠক ও পথসভা।
সরেজমিন ঘুরে দেখা যায়- বগুড়া -৭ (শাজাহনপুর-গাবতলী) আসনে প্রচার-প্রচারণায় সরব রয়েছে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মিলন। দিন-রাত প্রচার-প্রচারণায় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তার শত শত নেতাকর্মী তার প্রচার কার্যক্রমে প্রতিদিন অংশ নিচ্ছেন। ভোট প্রার্থনা করার সময় নানা ধরণের প্রতিশ্রুতিও দিচ্ছে ভোটারদের। প্রতিদিন প্রার্থীরদের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠছে নির্বাচনী পরিবেশ। তরুণ, মেধাবী, মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত নজরুল ইসলাম মিলনের কাঁচি মার্কার নিবাচনী প্রচারণায় শীর্ষে রয়েছে। প্রতিদিনই কাঁচি মার্কার বিজয়ের লক্ষ্যে গণসংযোগ ও নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আগামী ৭ জানুয়ারি কাঁচি মার্কায় ভোট দেয়ার জন্য সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করছে।
চুপিনগর সহ উপজেলার ৯টি ইউনিয়নের ভোটারা জানান, কাঁচি মার্কার বিজয় সুনিশ্চিত। কোন ষড়যন্ত্রই কাঁচি মার্কার বিজয়কে ঠেকাতে পারবে না। এবার কাঁচি মার্কার জোয়ার এসেছে।
নজরুল ইসলাম মিলন জানান, আমি শাজাহানপুর উপজেলার অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। তিনি আরোও বলেন, চাকরি জন্য কারোর দ্বারে দ্বারে যেন ঘুরতে না হয় তাই বেকারদের চাকুরী দেওয়ার ব্যবস্থা করব। আমাকে আপনারা একটা বার সুযোগ দেন আমি শাজাহানপুর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় পরিণত করব। স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মিলন ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন । তিনি নির্বাচনী প্রচারণায় যেখানেই বের হচ্ছেন সেখানেই জনস্রোতে পরিণত হচ্ছে। ইসলামপুরে ০৯টি ইউনিয়নের সর্বত্র এখন ভোটের হাওয়া ও উৎসব মুখর অবস্থা বিরাজ করছে।

