নিজস্ব প্রতিবেদক নুরআলম : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০টি সংসদীয় আসনে চূড়ান্ত মনোনয়ন পাওয়া দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করার পর (২৬ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।এতে বগুড়া -৫আসন,শেরপুর- ধনুট এলাকায় নৌকার মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপ্রতি জনাব, মজিবর রহমান মজনু। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে আজ ২৭ ডিসেম্বর বুধবার বিকাল ৪ টায় বগুড়া শেরপুর উপজেলার গাড়িদহ ইউপির মহিপুর কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বিশাল জনসভায় আয়োজন করা হয়।উক্ত জন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আ’ লীগের সভাপতি বগুড়া – আসনের নৌকা প্রতীক প্রাপ্ত গণমানুষের নেতা জনাব মজিবর রহমান মজনু, শেরপুর উপজেলা যুবলীগের সভাপ্রতি এবং বগুড়া জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান -২ জনাব মোস্তাফিজার রহমান ভুট্টো।এড.গোলাম ফারুক, উপজেলা আ’ লীগের সভাপতি সাইফুল বারী ডাবলু,বগুড়া জেলা মহিলা দলের ভাইস- প্রেসিডেন্ট শিল্পী রহমান,দলিল লেখক সমিতির সহ সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা জনাব, আরিফ মাহমুদ শহর সেচ্ছাসেবী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ গাড়িদহ ইউপির১,২, ৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা আসনের সদস্য পেয়ারা খাতুন সহ সহস্রাধিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

