মোঃ রাকিবুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ বাগবাটী ইউনিয়নের অন্তরগত ৩,৭,৮ ও ৯নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্তু বিতরণ বাগবাটি ইউনিয়ন সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের নামে স্মৃতি ফাউন্ডেশ এর উদ্যোগে বাগবাটী ইউনিয়নের অন্তরগত ৩,৭,৮ ও ৯নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্তু বিতরণ করেন।বৃহস্পতিবার (১৮জানুয়ারী) দুপুর ২.৩০টা রাঙ্গলিগাঁতী স্কুল মাঠ,প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃসিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, এ্যাডঃ আব্দুল হাকিমসিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য,ও জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক, মো. রাশেদ ইউসুফ জুয়েল।এসময় উপস্থিত ছিলেন,বাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,মোঃ আমজাদ হোসেনবাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

