ঢাকাThursday , 6 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বিকাশে ক্যাশ আউটে করতে গিয়ে প্রতারক চক্রের একজন সদস্য আটক

Nadigram
March 6, 2025 8:00 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার আশুলিয়া সোনামিয়া মার্কেট মোবাইলে টাকা লেনদেনের প্রতিষ্ঠান বিকাশে ক্যাশ আউট করতে গিয়ে একজন প্রতারক চক্রের সদস্য আটক

আশুলিয়া পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট ভাই বোন ইলেকট্রনি প্রোঃ মোঃ হায়দার চৌধুরীর বিকাশ দোকানে মোঃ লিয়াকত হোসেন (৪২)পিতা মৃত মোঃ পবন মল্লিক তার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলা সদর, থানা দহকুলা,পোস্ট দহকুলা,গ্রাম দহকুলা,তার বর্তমান ঠিকানা আশুলিয়া নিশ্চিন্তপুর

প্রতারক মোঃ লিয়াকত হোসেন (৪২)তিনি প্রথমে বিকাশ দোকানে আসে, এসে তিনি ত্রিশ হাজার টাকা বিকাশ এজেন্টে আনার কথা বলে, একটু পরে সে আবার বলে ৩০ হাজার নয়,২৩,৭০০ টাকা আসবে বলে।মোঃ হায়দার তার একটি বিকাশ নাম্বার দেয়, একটু পরে ১৬২১৬ নাম্বার থেকে একটি মেসেজ আসে ২৩,৭০০ টাকা কিন্তু অথচ টাকা আসে না শুধু মেসেজটি এসেছে।বিকাশ দোকানদার মোঃ হায়দার চৌধুরী তার অ্যাকাউন্ট চেক দিয়ে দেখে কোন টাকায় আসে নাই শুধু মেসেজটি এসেছে তখনই তিনি তাৎক্ষণিক বুঝতে পারেন। সে একজন প্রতারক। প্রতারক মোঃ লিয়াকত হোসেন (৪২) তখন স্থান পরিত্যাগ করতে গেলে বিকাশ দোকানদার হায়দার তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। কিছুক্ষণের মধ্যে সেখানে বিক্ষোভ জনতা ভির পরে যায়।এবং লিয়াকত হোসেন (৪২) অনেক প্রশ্নের সম্মুখীন হয়। তখন সে সবাইকে বলেন মুজাহিদ ভাই ফেসবুক পেজ থেকে আমাকে কিছু অর্থ দিয়ে সতা করতে চায়..!! তাই আমি মুজাহিদ ভাইকে বিকাশ নাম্বার দিয়েছি।

এর আগেও সোনামিয়া মার্কেটে মোঃ সোহেলের বিকাশ দোকানে একই ঘটনা ঘটে তাকে তখন সতর্কতা করে দিলে তিনি চলে যান।কিন্তু তিনি কয়েক মাস না যেতেই আবারো একই কাজ করলেন, ভাই বোন ইলেকট্রনিক মোঃ হায়দার চৌধুরী বিকাশ দোকানে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।