এইচ এম ফারুক চলনবিন প্রতিনিধি:শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন, তাড়াশ- রায়গঞ্জ ও সলঙ্গার সংসদ সদস্য আব্দুল আজিজ এমপি এর সহধর্মিনী, ঢাকা জনস্বাস্থ্য ইনস্টিটিউট এর স্বাস্থ্য ও শিক্ষা বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডাঃ হাফিজা সুলতানা।সোমবার (২৩ অক্টোবর) দুপুরে সলঙ্গা বাজার কেন্দ্রীয় বারোয়ারি কালী মন্দিরের সভাপতি -শ্রী স্বপন কুমার কুন্ডু’র সভাপতিত্বে , ও সাধারণ সম্পাদক- শ্রী মৃদুল কুমার কুন্ড’র সঞ্চালনায় অনুষ্ঠান শুরু করা হয়।
এ সময় অধ্যাপিকা ডাঃ হাফিজিয়া সুলতানা বক্তব্যে বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে এবং সুখে শান্তিতে ঘুমাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করে দেশে সুশাসন ও উন্নয়ন ধারা বজায় রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইমরান হাসান লিংকন, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. নাসিম, সলঙ্গা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হাসান, প্রমুখ।

