ঢাকাSaturday , 21 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন

বেলকুচিতে  ঐতিহ্যবাহী  নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Nadigram
October 21, 2023 5:23 pm
Link Copied!

আল-আমিন হোসেন বেলকুচি প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নে লক্ষীপুর পিরারচরে হাজারো দর্শকের মন মাতিয়ে বইঠার তালে তালে ছলাত ছলাত শব্দে গ্রামবাংলার ঐতিহাসিক চুড়ান্ত কোষা নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এই নৌকা বাইচ দেখতে লক্ষীপুর পিরারচর হুরাসাগর নদীর দুই তীরে প্রায় ৫০ হাজার দর্শনার্থীর উপচেপরা ভীর লক্ষ করা যায়। নৌকা বাইচ দেখতে কেউ নৌকায় চড়ে কেউ গাছের ঢালে কেউবা কাধা মাটির পানিতে দাঁড়িয়ে এমনকি অনেক শিশুরা পানিতে নেমে সাতার কেটে নৌকার মাঝি ও বাইসালদের পানি ছিটিয়ে উৎসাহ দিয়ে আনন্দে মেতে উঠেছে। এই আনন্দমুখর পরিবেশে নৌকার মাঝিরা ভাটিয়ালি গান গেয়ে বাজনার তালে তালে রংবেরঙের সাজ সাজিয়ে আনন্দে উৎসাহিত করে দর্শকদের। কিছু সময়ের জন্য ছিল এটা একটা আনন্দ উৎসব।

শুক্রবার বিকেলে ২০শে অক্টোবর লক্ষীপুর পিরারচর সর্বস্তরের জনসাধারণের আয়োজনে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামিলীগের সহসভাপতি সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে ইউপি সদস্য বাবর সিরাজীর সঞ্চালনায় নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম সাজেদুল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, ২ নং রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ সহ উপজেলা আওয়ামীলীগ পৌর আওয়ামীলীগ ও অত্র গ্রামের ময়মুরুব্বি বিশিষ্ট সমাজ সেবক গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে বিজয়ী নৌকার মাঝির হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বেলকুচি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম সাজেদুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।