ঢাকাFriday , 19 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচিতে গরু চুরি, ৩ চোর আটক

Nadigram
January 19, 2024 8:25 am
Link Copied!

মোঃ শাকিল আহমেদ(সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি):

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়নে আব্দুলপুর গ্রামে গরু চুরি করতে এসে জনগনের হাতে ৩ চোর আটক হয়, পরে থানা প্রশাসনকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর তথ্য সাপেক্ষে ৩ চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

১৭ জানুয়ারী বুধবার ভোর রাতে আব্দুলপুর গ্রামের আব্দুল করিম সেখের নিজ বাড়িতে চোর গরুর গোয়াল ঘরে ঢোকার সময় টিনের শব্দ শুনতে পায়,আর তখনই চোর চোর বলে চিৎকার দিলে গ্রামবাসীর সহযোগিতায় চোর আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরেরা হলো ১। এনায়েতপুর থানার রুপনাই পূর্বপাড়া গ্রামের দীন মোহাম্মাদের ছেলে হামিদুল ইসলাম ২। রংপুর জেলার বদরগঞ্জ থানার রাধানগর ইউনিয়ন উত্তর খামারপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে আলামিন হোসেন ৩। রংপুর জেলার হারাগাছ থানার হারাগাছ কসাইডারী গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে রবিউল ইসলাম।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় এর আগেও ঐ গ্রামের কয়েকটি বাড়ি থেকে গরু চুরি হয়। তারপর থেকেই ধারাবাহিক ভাবে গ্রামে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে।

এবিষয়ে বেলকুচি থানার তদন্ত ওসি আহসানুল হক জানান, ফোনে খবর পেয়ে ৩ জন চোরকে গ্রেফতার করা হয়েছে। চোরকে থানায় চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেই চুরির বিষয়ে স্বীকারোক্তী দেয়। তারা শুধু গরু চোরই না তারা বিভিন্ন চোরাচালানের সাথে জরিত তাদের স্বীকারোক্তিতে জানা যায়। পরে তাদের চুরির দায়ে মামলা রজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।