নান্দাইল প্রতিনিধি খাইরুল ইসলামঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অস্ট্রেলিয়া আওয়ামী-লীগের সহ-সভাপতি, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান খান রানা
ইতিপূর্বেই নান্দাইলে আঞ্চলিক ও মহাসড়কে বিভিন্ন লিফটের, ব্যেনার, ফেস্টুন সহ সোশাল মিডিয়ায় গুঞ্জন থাকলেও ১৩নভেম্বর সোমবার বিকাল ৫টায় নান্দাইল প্রেসক্লাবে মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সভায় সংসদ সদস্য পদে আওয়ামীলীগ থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্য নিজেকে মনোনয়ন প্রার্থী ঘোষনা করেন তিনি।
এ-সময় মোস্তাফিজুর রহমান খান রানা তার বক্তব্যে বলেন, নান্দাইল কে আরও পরিকল্পিত উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার লক্ষকে সামনে রেখেই আমি মনোনয়ন প্রত্যাশী ও আমি মনোনয়ন পেলে নান্দাইল তথা সমগ্র বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য কাজ করবো বলে জানান।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম খাঁন।

