রাকিবুল হাসান সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নোঙ্গর প্রতিকের প্রার্থী এইচ এম গোলাম রেজার জনসভা অনুষ্ঠিত হয়েছে ৷
২৩ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ৪ টায় মুন্সীগঞ্জ ইউনিয়নের বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।মিছিলে মিছিলে জনসভার মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।উপকৃত নৌঙ্গর প্রতিকের জনসভায় সভাপতিত্ব করেন শুবিদ রায়,এবং
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য এবং নোঙ্গর প্রতিকের মনোনীত প্রার্থী এইচ এম গোলাম রেজা,
বিশেষ অতিথি, ইন্জিনিয়ার ইউনুছ আলী,
হোসেন মোহাম্মদ মজ, সাংবাদিক হাকিম,মোঃ ইছা নুরনগর ইউনিয়নের বিএনএম সভাপতি, প্রভাষক জয়ন্ত শিমুল রেজা কলেজ,এ্যডঃ মুনছুর আহমেদ,সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সমার্থকরা ৷জনসভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আপনার যদি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান এবং বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করতে গেলে আমার নোঙ্গর প্রতিকে ভোট দিন৷নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশের রূপান্তরিত করে, তাই আসন ৫ম বারের মতো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে নোঙ্গর মার্কায় ভোট দিন৷ তিনি আরো বলেন যেহেতু মুন্সীগঞ্জ ইউনিয়নে উপকূলীয় মানুষের বসবাস ৷ সরকার টেকসই ভেড়িবাঁধে মেঘা প্রকাল্প দিয়েছেন ৷ আশা রাখি মুন্সীগঞ্জ একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করা হবে ৷ আমি যদি জাতীয় সংসদ সদস্য হতে পারি তবে এই মুন্সীগঞ্জ ইউনিয়ন হবে আধুনিকয়ন ৷ বদলে যাবে সব কিছুই ৷ আমার চাওয়া পাওয়ার কিছু নেই আপনাদের কাছে৷ আপনারা আমাকে গত ২০০৮ সালে আমাকে নির্বাচিত করেছিলেন ৷ তাই আপনাদের কাছে আমি ঋণী ,আমার পরিবার ঋণী ৷আমরা চাই সাধারণ জনগণকে সেবা করতে৷৷ তাই আমাকে নৌঙ্গর প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন।অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, হাফেজ আঃ রশিদ।

