ঢাকাSaturday , 13 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

Nadigram
January 13, 2024 7:04 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি খাইরুল ইসলাম:

নান্দাইল টু ত্রিশাল আঞ্চলিক সড়কে (১৩ জানুয়ারি) শনিবার দুপুর ১২টায় নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর নামক স্থানে হায়েস গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়েছেন।

মোটরসাইকেল চালক নিহত ব্যাক্তি নূর আহমেদ, তিনি নান্দাইল মডেল থানার এ.এস.আই (এসিষ্টেন্ড সাব ইন্সপেক্টর) এর দায়িত্বে ছিলেন। নিহতের নিজ বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার কুলিহাটি গ্রাম এবং নিহত নূর আহাম্মেদ পিতা মো: হাফিজুর রহমানের ছেলে।
খোঁজ নিয়ে জানাযায়, ত্রিশল থেকে নান্দাইলগামী সাদা রঙ্গের হায়েস গাড়িটি বাহাদুর নগর পর্যন্ত আসলে এবং নান্দাইল থেকে মধুপুরগামী মোটরসাইকেল বাহাদুর নগর পর্যন্ত পৌঁছালে হায়েস গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই মৃত্যু হয় তার এবং হায়েস গাড়িটি রাস্তার পাশে ধান রুপণ করা জমিতে পড়ে যায়।
খবর পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ দ্রুত ঘঠনা স্থলে পৌঁছে নিহত পুলিশ সদস্যকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইনি ব্যবস্থা শেষ করে নান্দাইল মডেল থানায় নিয়ে আসলে নিহতের পরিবারের লোকজন ও থানায় কর্তব্যরত অন্যান্য পুলিশ সদস্যের কান্নায় নেমে আসে শোকের ছায়া।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল মজিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে নিহত নূর আহাম্মেদ কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাই। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।