ঢাকাSunday , 22 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে দিনভর বানিজ্যন্ত্রীর পুজা মন্ডপ পরিদর্শন ও উন্নয়ন মুলক কাজের উদ্বোধন

Nadigram
October 22, 2023 6:51 am
Link Copied!

রিয়াজুল হক সাগর রংপুর প্রতিনিধি:রংপুরের পীরগাছায় দিনভর বানিজ্যমন্ত্রী টিপু মুনশি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও পূর্জামন্ডপ পরিদর্শন করেছেন। শনিবার সকালে মন্ত্রী পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে ৯০টি পুজা মন্ডপে প্রধানমন্ত্রী উপহার হিসেবে জি আর বরাদ্দ থেকে চাল বিতরণ করেন। উপজেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হক সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, রংপুর জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান ও দলীয় নেতাকর্মীবৃন্দ। দুপুরে মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৭১ লাখ টাকা ব্যয়ে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের বিরবিরিয়া হতে আরাজি দেবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তায় কাটা নদীর উপর নির্মাণধীন সেতু উদ্বোধন করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, ঠিকাদার সমিতির সাধারন সম্পাদক সুলতান মাহমুদ ডায়েল প্রমুখ উপস্থিত ছিলেন।এ সেতুর নির্মাণকাজে তদারকির দায়িত্বে থাকা উপজেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের সহকারি প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন, ২০২১-২০২২ অর্থ বছরে ৭০ লাখ ৯৮ হাজার ৪৯৬ টাকা ব্যয়ে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ওয়াফি ট্রেডার্স। এই সেতু নির্মানের ফলে উভয় পাশের ৫টি গ্রামের ১০ হাজার মানুষের চলাচলের পথ সুগম হলো। এছাড়াও আরাজি দেবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এর সুবিধা ভোগ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।