ঢাকাThursday , 26 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রংপুর রেলস্টেশন এলাকার ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্কুল উদ্বোধন

Nadigram
October 26, 2023 10:48 pm
Link Copied!

রিয়াজুলহকসাগর,রংপুরপ্রতিনিধি:রংপুর রেলস্টেশন এলাকার ছিন্নমূল শিশুদের শিক্ষার আলোয় নিতে স্কুল উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও জুম বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে রেলস্টেশনের একটি ভবনে স্কুলটির উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নারী কল্যাণ সমিতির সভানেত্রী নাসিমা সুলতানা। এ সময় পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানসহ মেট্রো পুলিশের কর্মকর্তা, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জুম বাংলাদেশ স্কুলে রেলস্টেশন এলাকার ৪৫ শিক্ষার্থীকে বিনামূল্যে মানসম্মত শিক্ষা প্রদান, একবেলা পুষ্টিকর খাবার প্রদান, স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষা উপকরণ প্রদানসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, ‘রংপুর নগরীর রেল স্টেশন এলাকায় মাদকের বিস্তার ব্যাপক। এই মাদকের হাত থেকে রক্ষা পাচ্ছে না কোমলমতি শিশুরাও। তাদেরকে ভালো পরিবেশ ও সুশিক্ষার আলোয় নিয়ে আসতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী, রংপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিট মোছাঃ নাছিমা সুলতানা; রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম; জুম বাংলাদেশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধা বঞ্চিত পথশিশু ও তাদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জুম বাংলাদেশ রংপুর কো-অর্ডিনেটর আসিফ মাহমুদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।