ঢাকাMonday , 8 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রংপুর ৩ আসনে জিএম কাদের বিজয়ী

Nadigram
January 8, 2024 7:46 am
Link Copied!

রিয়াজুল হক সাগর, রংপুর

রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দলটির চেয়ারম্যান জিএম কাদের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছে। তিনি লাঙল প্রতীকে ৮১ হাজার ৮৬১ ভোট পান । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীকে ২৩ হাজার ৩২৬ ভোট পান।
রোববার রাতে রংপুরের জেলা প্রশাসকের হলরুমে রংপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের আংশিক এলাকার ১৭৫টি ভোট কেন্দ্র ভোট গ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।এছাড়াও জাসদের শহিদুল ইসলাম মশাল প্রতীকে ২৩১৮ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির শফিউল আলম আম প্রতীক নিয়ে ২৬৭ ভোট, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক ডাব প্রতীকে ২০৩ ও বাংলাদেশ সুপ্রীম পার্টির আব্দুর রহমান রেজু একতারা প্রতীকে ৫৫৭ ভোট পেয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।