ঢাকাWednesday , 25 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

Nadigram
October 25, 2023 5:41 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে পবিত্র সিংহ (৪০) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুরের নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। পবিত্র সিংহ ভারতের মাদলা জেলার হবিপুর থানার মধ্যম কেন্দুয়া আইহো গ্রামের মৃত হরি গোপাল সিংহের ছেলে।রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, পবিত্র সিংহ ১৭ অক্টোবর রাজশাহী নগরীর কুমারপাড়া এলকার তার আত্মীয় অলোক কুমারের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাতে বুকে ব্যথা নিয়ে রাজপাড়া থানার লক্ষ্মীপুরের নিউ লাইফ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান পবিত্র সিংহ।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।