ঢাকাThursday , 12 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই রোগীর মৃত্যু

Nadigram
October 12, 2023 7:44 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় রামেকের ডেঙ্গু ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলার রজুফা বেগম (৫৫) ও চারঘাট উপজেলার মো. সাজিত (১৩)। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদের দুজনের কোনো ভ্রমণ ইতিহাস নেই। তারা দুজনই পাঁচ দিনের জ্বর নিয়ে ১০ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তাদের ডেঙ্গু ওয়ার্ডে পাঠানো হয়। সেখানেই রাতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৯৬ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৮০ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হয়েছেন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৯৭ জন। বর্তমানে আরও ১৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।