মীর তানভীর ইসলাম স্টাফ রিপোর্টারঃসিরাজগঞ্জ ৩আসনে রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা সংসদ নির্বাচনে এমপি পদে আওয়ামিলীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ সমর্থনে চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যানের প্রচারনা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খানের নেতৃত্বে নেতাকর্মী চান্দাইকোনা ষোলমাইল বাঐখোলা,পশ্চিম লক্ষিকোলা বিভিন্ন বাজার এলাকায় নৌকার প্রচারণা অংশ নেন।এসময় তাঁরা ভোটারদের নিকট নৌকার লিফলেট বিতরণ করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়া নৌকার পক্ষে প্রচার মিছিল করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা আওয়ামীগের সহ সভাপতি চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান বলেন প্রতিটি নেতা কর্মী নৌকার বিজয় নিশ্চিতে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারের বিভিন্ন সফলতার জন্য ও উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ বির্নিমানের জন্য সাধারণ মানুষ কথা দিচ্ছে নৌকায় ভোট দেবে।
তিনি বলেন রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ। এছাড়া আগামী ৭ই জানুয়ারি নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোয়েব আক্তার,রায়গঞ্জ উপজেলা কৃষক লীগের সদস্য ফজল আলী নুর,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জায়েদ খান সহ সকল নেতৃবৃন্দ।

