স্টাফ রিপোর্টারঃসিরাজগঞ্জে রায়গঞ্জ ৫২ তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ সভাপতিত্বে এবং রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড্যা ইমরুল হোসেন ইমন তালুকদার,রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দুলাল খান,উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ, বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা প্রাথমিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল দত্ত প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য সমবায়ীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।

