সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দাদপুর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শনিবার দিনভর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দাদপুর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করে নলকা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, সঞ্চালনা করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র হারুনার রশিদ।
সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে আজীবন সম্মাননা দেওয়া হয় দাদপুর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত আজম আলী, সাবেক সহকারী শিক্ষক মৃত আকবর আলী, সাবেক সহকারী শিক্ষক শ্রী জীবন বাবু, বিদ্যালয়ের ভুমিদাতা মৃত হযরত মোল্লা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাদপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক মোয়াজ্জেম হোসেন, তাহাজ আলী,হাবিবুর রহমান মিলু,শ্রী জীবন সুর,আব্দুল হান্নান, বিদ্যালয়ের সভাপতি শরিফুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষিকা নাছিমা খাতুন, অর্চনা রানী, লুৎফা খাতুন, মেরিনা আক্তার রুমা, হোসনেয়ারা হিরা, ম্যানেজিং কমিটির সদস্য বাবলু প্রমুখ।

