ঢাকাSunday , 26 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে বাস চাপায় স্কুল শিক্ষক সহ ২ জন নিহত

Nadigram
January 26, 2025 9:28 pm
Link Copied!

মীর তানভীর ইসলামঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অটোভ্যান চালক সহ ২জন নিহত হয়েছে। বরিবার বিকেলে (ঢাকা-বগুড়া) মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোশ্যাল ইসলামি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষক রহিদুল ইসলাম বগুড়া জেলার শেরপুর থানার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের মৃত রমজান আলীর পুত্র এবং নিহত অটোভ্যান চালক সাহেব আলী একই গ্রামের মনছের আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, বরিবার বিকেলে একটি অটোভ্যান তিন যাত্রী সহ চান্দাইকোনা সোশ্যাল ব্যাংকের সামনে মহাসড়ক অতিক্রম করার সময় শাহ ফতেহ আলী গাড়ী অটোভ্যানটিকে ধাক্কায় দেয়। এই সময় অটোভ্যানে থাকা স্কুল শিক্ষক, চালক সহ তিন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় কর্তব্যরত চিকিৎসক স্কুল শিক্ষক ওয়াহিদুল ইসলামকে ও অটোভ্যান চালক সাহেব আলীকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান বলেন, ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠিয়ে ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।