ঢাকাTuesday , 17 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রুহিয়ায় ধান ক্ষেতে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

Nadigram
October 17, 2023 4:02 pm
Link Copied!

হুসাইন মো: আরমান ,রুহিয়া থানা প্রতিনিধি.

ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ঘুরনগাছ এলাকাধীন চার পুকুরী কাচারাস্তার সংলগ্ন ধান ক্ষেত থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (১৭ অক্টোবর)মঙ্গলবার, সকালে স্থানীয়রা যুবকের গলা কাটা লাশ দেখতে পেয়ে রুহিয়া থানা পুলিশ ও পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলার থানা পুলিশকে ফোন করলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেন।

ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন ও প্রাথমিক তদন্ত করতে এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোছা: লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, রুহিয়া থানার ওসি মো: সোহেল রানা, আটোয়ারী থানার ওসি মো: মুসা মিয়া, সিআইডির ক্রাইমস সদস্যগণ ।

নিহত রিফাত হোসেন (২২) ঠাকুরগাঁও পৌর শহর সেনুয়া বাজার এলাকার নুরে আলমের ছেলে বলে জানা যায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে নিহত রিফাত হোসেনের খবর জানতে পেরে তার স্ত্রী সহ স্বজনরা ঘটনা স্থলে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন। রিফাত হোসেনের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল (১৬ অক্টোবর) সকালে অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় এবং সর্বশেষ গতকাল সন্ধ্যা ৭ টার সময় স্ত্রী আশা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ হয়।খবর পেয়ে সকাল ৮ টার সময় ঘটনা স্থলে এসে নিহত রিফাত হোসেনের লাশ উদ্ধার করে রুহিয়া এবং আটোয়ারী থানা পুলিশ। যেহেতু নিহত যুবক রিফাত হোসেন একজন অটো রিকশা চালক, শুধু তার মরদেহটি উদ্ধার করেছে তার সাথে অটোরিকশা ছিল বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, রুহিয়া ইউনিয়নের সীমান্তবর্তী চার পোখরি হইতে পশ্চিমে মন্ডল দাম পর্যন্ত কাঁচা রাস্তাটি সন্ধ্যার পর হতে গভীর রাত পর্যন্ত মাদক কারবারিদের আনাগোনা প্রায় দেখা যায়।
স্থানীয় ইউপি সদস্য সারোয়ার হুসেন বলেন,এমন হত্যাকান্ড এর আগে কখনোই এলাকাবাসী দেখে নাই, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিহত যুবকের গলা কাটা লাশ এর খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশের টিম এবং সিআইডি ক্রাইমস সদস্য গিয়েছেন, প্রাথমিক তদন্ত প্রক্তিয়াধীন রয়েছে। আশা করি শীঘ্রই তদন্ত সাপেক্ষে আমরা নিহতের বিষয় কারণ অনুসন্ধান করতে পারব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।