ঢাকাSaturday , 6 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শাজাহানপুরে ক্যান্সারে আক্রান্ত রাকিব হাসান শান্ত বাঁচতে

Nadigram
January 6, 2024 7:21 am
Link Copied!

মো: শিবলু রহমান শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি :

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের বিএসএস ডিপার্টমেন্টের ডিগ্রী ৩য় বর্ষের একজন নিয়মিত ছাত্র রাকিব হাসান শান্ত (২৪)। সে শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ভান্ডার পাইকা গ্রামের মোঃ আব্দুল ওয়াহেদ সিদ্দিকের ছেলে । দুই ভাই এক বোনের মধ্যে শান্ত সবার বড় । বাবার অভাবের সংসারে হেসে খেলে ভালো ভাবেই দিন পার হচ্ছিলো শান্তর । কিন্তু আজ থেকে দেড় বছর আগে থেকে‌ হঠাৎ করে মুখ ও গলা দিয়ে কফ এর সাথে রক্ত আসতে থাকে তার ৪/৫ দিন পর পর। আর এই রক্ত আসাটা বিগত ৩ মাস ধরে অতিরিক্ত
মাত্রায় পড়তেছে। এমতাবস্থায়
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ক্যান্সার ধরা পড়ে। সেই থেকে তার জীবনে নেমে আসে দুর্বিষহ অন্ধকার । ডাক্তাররা বলেছে শান্ত ওরাল হার্ড পেলেট ক্যাভিটি কার্সিনোমা সেল ক্যান্সারে আক্রান্ত।উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়ার ভেলোরে যেতে হবে । চিকিৎসা বাবদ প্রায় ০৯ লক্ষ টাকার প্রয়োজন। তার বাবার একার পক্ষে এত টাকা যোগানো কষ্টসাধ্য হয়ে দাড়িয়েছে । তার বাবার কথা সে না খেয়ে মরে যাবে কিন্তু কারো কাছে হাত পাতবে না মান সন্মানের ভয়ে । কিন্তু এত দিনে তার অসুখ আরো বেশি দেখা দেয়, বর্তমানে ১/২ দিন পরপরই সকাল বেলা করে গলা মুখ নাক দিয়ে কফ ও শ্লেমার সাথে রক্ত বের হচ্ছে । কিন্তু এভাবে আর কতদিন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা বিদ্যমান থাকবে। জীবন বাচানোর তাগীদে বেশ কয়েকমাস ধরে শান্ত নিজেই বিভিন্ন জায়গায় মানুষের দ্বারে দ্বারে টাকা যোগার করে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে ৪ বার ও রাজশাহীতে ৩ বার এবং বগুড়ায় মোহাম্মদ আলী ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আউটডোরে অসংখ্যবার চিকিৎসা নিয়েছে । আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় সে ২ মাস হলো পাসপোর্ট করেছে আলহামদুলিল্লাহ। শান্তর চিকিৎসার জন্য এই মুহূর্তে কমপক্ষে ০৬ লক্ষ টাকার ভীষণ প্রয়োজন। সে গত ২ বছর ধরে আজ অব্দি প্রত্যেকটা দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গত মাসে ১২ দিনের পার্থক্যে প্রথমে মোহাম্মদ আলী হাসপাতালে ও শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসাধীন ছিলো সে। এমতাবস্থায় ইন্ডিয়ার ভেলোরে গিয়ে চিকিৎসা করানো টা খু্ব জরুরী হয়ে দাঁড়িয়েছে ।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য আপনার আমার একটু সহযোগিতাই পারে একটি মানুষের মুখে হাসি ফুটাতে , শান্ত ভালো হোক সুস্থ থাক এই দোয়াই করি । সমাজের বৃত্তবান, দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন তিনি । আপনারা তার জীবন বাঁচাতে আল্লাহর রহমতে অবশ্যই দয়া করে তাকে সর্বোচ্চ টাকা-পয়সা দিয়ে সাহায্য করুন অতি আপন একজন মানুষ মনে করে।হতে পারে আপনার এই দান জান্নাতে যাওয়ার উছিলা ।

আপনারা চাইলে সরাসরি দেখা করে অথবা ফোন করে তার সাথে কথা বা যোগাযোগ করে সাহায্য প্রদান করতে পারেন ইনশাআল্লাহ্। সাহায্য পাঠাতে
বিকাশ :01777190348(পার্সোনাল)
নগদ :01678503798(পার্সোনাল)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।