মো: শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে জুয়া (তাস) খেলার সময় সরঞ্জামাদি ও নগদ অর্থসহ ৫ জনকে হাতেনাতে আটক করেছে আড়িয়া ইউনিয়নের চৌকস বিট অফিসার এস আই আনিসুর রহমান।
(বৃহস্পতিবার) ২৮ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের দিক নির্দেশনায় এস আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাত ২২:৪৫ ঘটিকায় আড়িয়া ইউনিয়নের অন্তর্গত রহিমাবাদ উত্তরপাড়া জৈনিক রেজাউল করিমের বাসা থেকে জুয়া (তাস)খেলার সময়
১.আব্দুর রহিম(৩২) পিতা: আব্দুল হান্নান ফকির
২.মোস্তফা কামাল (৩০) পিতা: আব্দুল খালেক
৩.আব্দুল আজিম (৩৪) পিতা মৃত:হাফিজ
৪.রিপন মিয়া (২২) পিতা: তাজুল ইসলাম
৫.সুলতান (৩৪) পিতা মজিবর
হাতেনাতে আটক করা হয়,এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে একসেট তাস ও নগদ ২৪৮৫/- (দুই হাজার আশি টাকা) উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শহিদুল ইসলাম বলেন,আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি জানান,শাজাহানপুরে আমরা প্রায় প্রতিনিয়ত বিভিন্ন অঞ্চলে জুয়াড়িদের গ্রেপ্তার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। শাজাহানপুর উপজেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা এ ব্যাপারে সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

