শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ উপায়ে উদযাপিত হওয়ায় নন্দীগ্রাম-কাহালু প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নন্দীগ্রাম-কাহালু আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। বিবৃতিতে তিনি বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র সফল হয়নি। বাঙালির চিরায়ত চেতনা অসম্প্রদায়িক বাংলাদেশ। সেই চেতনাকে ধ্বংস করতে লিপ্ত রয়েছে একাত্তরের পরাজিত শক্তিরা। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সনাতন ধর্মাবলম্বিদের উপর কি অত্যাচার-নির্যাতন হয়েছিলো তা বাংলার মানুষ কখনো ভুলবে না। জননেত্রী শেখ হাসিনা যখনই ক্ষমতায় এসেছে তখনই হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানরা শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ পেয়েছে। যতদিন শেখ হাসিনা বেঁচে আছেন ততদিন বাংলার মাটিতে সাম্প্রদায়িক শক্তি মাথাচাঁড়া দিতে পারবে না। নন্দীগ্রামে ৪৫টি পূজা মন্ডপ এবং কাহালুর ৩৩টি পূজা মন্ডপে প্রশাসন ও আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা রাতদিন পাহারা দিয়েছে। এজন্য সংগঠনের পক্ষ থেকে তিনি অভিবাদন জ্ঞাপন করেন।মঙ্গলবার ২৪ (অক্টোবর )নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফারুক কামাল গণমাধ্যমে বার্তা প্রেরক করেছেন।

