ঢাকাSunday , 19 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জের উথলীতে নবান্ন উৎসব উপলক্ষে জমজমাট মাছের মেলা

Nadigram
November 19, 2023 7:30 am
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টারঃ নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের উথলী বাজারে জমজমাট মাছের মেলা বসেছে। তিনশো বছরের পুরোতুন এই মেলার মূল আকর্ষন বড় বড় মাছ। এক দিনের এই মেলায় কয়েক কোটি টাকার মাছ বিক্রি হবে বলে জানান মেলা আয়োজকেরা।১৮ নভেম্বর(শনিবার) থেকেই বগুড়া জেলার বিভিন এলাকা থেকে ক্রেতা – বিক্রেতারা মাছ কেনার লোভে মেলায় ভিড় জমিয়েছেন। বাংলা পঞ্জিকা অনুসারে শনিবার ১ অগ্রহায়ণ এ দিন বাঙালিরা নবান্ন উৎসব পালন করে থাকে। এ উৎসবকে কেন্দ্র করেই প্রতি বছর শিবগঞ্জে উথলী বাজারে বসে মাছের মেলে।

নবান্ন উৎসব ঘিরে শিবগঞ্জ উপজেলার উথলী, রথবাড়ী, নারায়নপুর, ধোন্দাকোলা সাদুল্লাহপুর,গরীবপুর,দেবীপুর, গণেশপুরসহ আসে পাশের ২০ টি গ্রামের মানুষের ঘরে ঘরে রয়েছে নানা আয়োজন। এ এলাকার প্রতিটি বাড়িতেই মেয়ে-জামাইসহ আত্নীয়-স্বজনদেরকে আগে থেকেই দাওয়াত করা হয়। পরিবারের সবাইকে নিয়ে তার নতুন ধানে নবান্ন উৎসবে মেতে ওঠেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোরেই মেলায় প্রচুর মাছ নিয়ে হাজির হয়েছেন মাছ ব্যবসায়ীরা। শতাধিক দোকানে ডের থেকে শুরু করে ১৫ কেজি ওজনের বাঘাইড়, বোয়াল, রুই,কাতলা, সিলভারকার্প, ব্রিগেট, ব্লাডকার্পসহ নানা রকমের মাছ বিক্রি হচ্ছে। দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি।
মেলায় বাঘাইড় ১৩০০ টাকা, বোয়াল ১৪০০ টাকা কেজি,রুই-কাতলা ৪৫০ টাকা থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হলেও মাঝারি আকারে মাছে ৩০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়াও ৩০০-৪৫০ টাকা দরে ব্রিগেট ও সিলভর কার্প মাছ বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে নবান্নের জন্য নতুন আলু ২০০ টাকা কেজি,কেশুর ২০০ টাকা এবং মিষ্টি আলু ২১০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
উথলী গ্রামের ইকবাল হোসেন বলেন, দাদার কাছ থেকে শুনেছি “প্রায় দুইশ বছরেরে” পুরানেো এ মেলা।রাত ১২ টার পর থেকেই শুরু হলেও ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমে ওঠে এ মেলা। মেলায় আসা নিবারন প্রামাণিক বলেন,” নবান্ন উপলক্ষে এখানে মেলা বসে। এদিন আমাদের বাড়িতে আত্মীয়- স্বজনদের আগমবে মিলনমেলায় পরিণত হয়। মুলত তাদের জন্য বড় বড় মেলায় আসছি।
মাছ ব্যবসায়ী পরিমল হালদার জানান, তিনি দুই লাক টাকার মাছ এনেছেন মেলায়।গতবারের তুলনায় এবার মাছের দাম একটু বেশি।তবুও বিক্রি বেশ ভালো হচ্ছে। মাছ বিক্রেতা নারাশনপুর গ্রামের আব্দুল ওয়াহাব জানান, মেলায় ছোট- বড় মিলে শতধিক মাছের দোকান বসেছে। প্রত্যেক বিক্রেতা অন্ততঃ ৫ থেকে ১০ মান করে মাছ বিক্রি করেছেন।
এই নবান্ন উৎসব সম্পর্কে উথলী মাছ মেলা কমিটির উজারাদার আজিজুল জানান,বাংলার ইতিহাস-ঐতিহ্যের অংশ হিসাবে প্রতিবার সুশৃঙ্খলভাবে বছরের এই অগ্রহায়ণ মাসে নবান্ন উপলক্ষে একদিনের মাছের হয়ে আসছে।এই মেলায় সূর্যোদয়ের পর থেকে রাত পর্যন্ত মাছ কেনাবেচা হবে। এবার মাছের আমদানি ভালো। আশা করছি এই মেলায় এবার কোটি টাকার ওপরে মাছ কেনাবেচা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।