শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারি (বুধবার) সকালে শিবগঞ্জ বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর দিবসটি
উপলক্ষে শিবগঞ্জের সাপ্তাহিক তৃর্ণমূল বার্তা ভবনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুল আলম, এমদাদুল হক, সোহেল আক্তার মিঠু, সাহাবুদ্দিন শিবলী, সোহেল রানা মিন্টু, রাসেল আহমেদ, শাহিন শাহ মন্ডল, ছাত্র লীগ নেতা আবু রায়হান, রাকিবুল হাসান, শ্রমিক নেতা মজনু মিয়া, মাসুদ মিয়াসহ প্রমুখ।

