তাজুল ইসলাম, বগুড়ার শেরপুরে চন্ডেশ্বর ও জয়নগর দীঘির পাড় নামক স্থানে কৃষি আবাদী জমির অবৈধ ভাবে শ্রেনী পরিবর্তন করে ভিন্ন দুটি পুকুর খনন ও পাকা সড়ক দিয়ে মাটি বহন করে তা বানিজ্যিক ভাবে বিক্রির অপরাধে সহকারী কমিশনার ভূমি মোবাইল আদালত পরিচালনা করেন । শনিবার (২০ জানুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি অফিসার রেজাউল রেজা এ আদালত পরিচালনা করেন।আদালতের উপস্থিত বুঝতে পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।ঘটনা স্থল থেকে দুটি পাম্প ও তিনটি ব্যাটারি জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অসাধু মাটি ব্যবসায়ীরা তাদের মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে উপজেলার জয়নগর ও চন্ডেশ্বর গ্রামের জমিতে পুকুর খনন করছিলেন। এরপর মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করছিলেন। এতে সরকারি পাকা সড়ক নষ্ট হচ্ছিল। অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন থেকে সেখানে অভিযান পরিচালনা করা হয়।বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী নিশ্চিত করেছেন।

