ঢাকাSaturday , 21 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ২৫

Nadigram
October 21, 2023 11:45 am
Link Copied!

মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়াঃবগুড়ার শেরপুরে ড্রামট্রাকের পেছনে দ্রতগতির শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন আহত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সড়ক উন্নয়ন কাজে নিয়জিত (সিপিসিএল কন্সট্রাকশন কোম্পানি) এর ড্রামট্রাক (ঢাকা মেট্রো উ-১১-১১৩৫) গাড়িটি গাড়ীদহ এলাকা থেকে মাটি বোঝাই করে নিয়ে শেরপুর শহরের কলেজরোডের দিকে আসছিল। এ সময় মহিপুর জামতলা এলাকায় পৌছালে দ্রতগতির শ্যামলী পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব ১৫ ২৬২৮) গাড়িটি পেছন থেকে জোড়ে ধাক্কা দেয়। ড্রাম ট্রাকটির সামনে চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ড্রেনের মধ্যে পড়ে। এতে শ্যামলী পরিবহনের সামনের বাম অংশ ভেঙ্গে চুরমার হয়ে ৫ জন আহত হয়।

অন্যদিকে, শেরপর-ধুনট আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে নারী পুরুষসহ ২০ জন আহত হয়েছে। আহতরা হলেন, জলঢাকা নীলফামারির সাগর (৪০), তানিয়া (৮), তানজিলা (১০), ফাতেমা বেগম (৩০), রতন রায় (২০), মাসুম ইসলাম (৩০), বিল্লাল (২০), দেবীগঞ্জের পঞ্চগড় এলাকার মিটুন রায় (২৪), বারিক (২৫), কোতআলী রংপুর এলাকার আনোয়ার (৪০), আব্দুর রশিদ (৪৬), নিরব (৩০) অন্যদের নাম জানা যায়নি। শুক্রবার (২০ অক্টোরব) ভোর রাতে শালফা এলাকায় ভস্তা ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, আহসান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস নারায়নগঞ্জ থেকে রংপুরের দিকে যাচ্ছিল। শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা বস্তা ব্রিজের এলাকায় এসে অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে যায়। এ সময় অপরদিক থেকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সাকে চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রন হারিয়ে ওই যাত্রিবাহী বাসটি খাদে পড়ে যায়। এতে দুই শিশুসহ নারী পুরুষ ২০জন আহত হয়।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ নাদির হোসেন জানান, খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।