মোঃ শাকিল আহমেদ, বিশেষ প্রতিনিধিঃযেখানেই দেখবে অন্যায় অবিচার, সেখানেই পাশে দাঁড়াবে সার্চ মানবাধিকার” এমন শ্লোগান সামনে রেখে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় বেলকুচি উপজেলা গাবগাছি বাজারে অস্থায়ী অফিসে পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে
সার্চ মানবাধিকার সোসাইটি সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি আলহাজ্ব সার্জেন্ট মোঃ আইয়ুব আলী বীর (অবঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপ-পরিচালক ও বেলকুচি চৌহালী উপজেলা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাহেল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ল্যাঃ কর্পোঃ মোঃ শহিদুল ইসলাম খাঁন (অবঃ)
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি মোঃ রেজাউল করিম, সিনিয়র সহ সভাপতি মোঃ আকতার হোসেন, উপদেষ্টা ওয়াঃ অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক ( অবঃ) মোঃ শহিদুল ইসলাম মাস্টার, বেলকুচি চৌহালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাওয়ার্দী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, মোছাঃ হুমায়রা প্রামাণিক, আশিকুল ইসলাম, আল-আমিন হোসেন ,মনিরুল ইসলাম, কামিরুল ইসলাম সাদ্দাম, আব্দুল আলিম, মোফাজ্জল হোসেন (সাবেক মেম্বর), নুরুজ্জামান খান, হাফেজ মাওলানা মোঃ শাহাদাত হোসেন, মাওলানা মোঃ মোতালিব হোসেন, ডাক্তার ফেরদৌস আলী, শাহিন রেজা, নুরুল ইসলাম, নুর আলম, রাকিব শেখ যুবায়ের, মোঃ সেলিম রেজা, বুদ্দু শেখ আমিরুল ইসলাম সহ সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কমিটির সকল সদস্যগন।
অনুষ্ঠানে বক্তারা বলেন সার্চ মানবাধিকার সোসাইটি সিরাজগঞ্জ জেলায় মানবাধিকার প্রতিষ্ঠায় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে সিরাজগঞ্জ জেলা সার্চ মানবাধিকার সোসাইটি সাধারণ মানুষের কাছে এক আস্থার প্রতিক হিসেবে পরিচিতি লাভ করেছে
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।

