কাবিল উদ্দিন কাফি ,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃবর্তমান বাজারে তেল গ্যাস, দ্রব্য মুল্যের দাম ও পল্লি বিদ্যুতের বিল কমানো সহ কৃষকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখা।
রবিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় এ উপলক্ষ্যে উপজেলা চত্বর হতে জাতীয় কৃষক সমিতির উদ্দেগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের মাদ্রাসা মোড়, বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বর্পূণ মোড় প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্বরে এসে শেষ হয়। সমাবেশে বর্তমান সময়ের বাজারমূল্যের উর্ধগতি সকল সমস্যা সম্পর্কে বক্তব্য দেন, নাটোর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি ও সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষক সমিতির সভাপতি মোঃ আজহারুল ইসলাম, কৃষক আবু মিয়া, আজাদ আলী শেখ প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

