ঢাকাSaturday , 2 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন

সিংড়া উপজেলা চেয়ারম্যান এর পদত্যাগ হলেন সতন্ত্র পার্থী

Nadigram
December 2, 2023 7:58 am
Link Copied!

কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব হতে পদত্যাগ করেছেন নাটোরের সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। বুধবার (২৯) নভেম্বর জেলা প্রশাসক বরাবরে এ পদত্যাগপত্র জমা দেন।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নাটোরের সিংড়া সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও ) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। তিনি নিজে এ বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ১৮ নভেম্বর সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়।

পরে নাটোর-৩ আসনে মনোনয়ন পেতে ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সেসময় তিনিও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা করেছিলেন। তবে এ আসনে দল বর্তমান সাংসদ সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলককে পুনরায় মনোনীত করে।

এ ব্যপারে সিংড়া উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে ও সিংড়ার মানুষের পাশে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমি সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। আমি আসন্ন দ্বাদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।