ঢাকাFriday , 8 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের বৃষ্টির সঙ্গে কমলো তাপমাত্রা

Nadigram
December 8, 2023 4:54 pm
Link Copied!

মীর তানভীর ইসলাম স্টাফ রিপোর্টারঃ নিম্নচাপের প্রভাবে সিরাজগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে।বৃষ্টির সঙ্গে হ্রাস পেয়েছে তাপমাত্রা। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টির কারণে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে।

দেশের ১৭ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছিলো আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।
বৃহস্পতিবার(৭ডিসেম্বর)দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সিরাজগঞ্জে সকাল থেকেই একভাবে গুড়িগুড় বৃষ্টি হচ্ছে, জেঁকে বসেছে শীত। এদিকে সকাল থেকে গুড়ি বৃষ্টি হওয়ায় সিরাজগঞ্জ শহর সহ বিভিন্ন জায়গায় আকাশ পুরোটাই ছিলো মেঘাচ্ছন্ন। সকালে বৃষ্টিতে মানুষকে ছাতা হাতে চলাফেরা করতে দেখা গিয়েছে।যত সময় গড়িয়েছে বাজারে মানুষের সংখ্যা কমে এসেছে।লক্ষ‍্য করে দেখা গেছে প্রতিদিনের তুলনায় আজ দোকান পাট খুব কম খুলেছে। সারাদিনে বৃষ্টির কারনে কৃষকের অনেক ফসল নষ্ট হতে পারে বলে ধারনা করছেন কৃষকেরা।সবচেয়ে আলু এবং সরিষার ক্ষতি বেশি হতে পারে।সারাদিন বৃষ্টির কারণে কাজমুখী মানুষকে পড়তে হয়েছে বিপাকে। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল থেকে (বিকেল ৪টা) পযর্ন্ত টানা গুড়িগুড় বৃষ্টি হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।