আল-আমিন হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ ৫ আসনটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর আংশিক উপজেলা নিয়ে গঠিত।
এনায়েতপুরে জাতীয় পার্টির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেছেন, ৬৬ সিরাজগঞ্জ-৫ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. ফজলুল হক ডনু।
শুক্রবার সন্ধ্যায় (২২ ডিসেম্বর) এনায়েতপুর জাতীয় পার্টির অফিসে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সংসদ সদস্য পদ প্রার্থী মো. ফজলুল হক ডনু। সভাপতিত্বে ছিলেন এনায়েতপুর জাতীয় পার্টির সভাপত্বি আঃমতিন বেপারী।পরিচালনায়, রফিকুল ইসলাম খান,
সাংগঠনিক সম্পাদক,আঃ সালাম বেপারী সহ জাতীয় পার্টির দলের বিভিন্ন নেতাকর্মী।
জাতীয় পার্টির সংসদ সদস্য পদ প্রার্থী জনাব ফজলুল হক ডনু জার্নাল ওয়েব বিডি কে বলেন,
তিনি যদি নির্বাচন এ বিজয় লাভ করেন তাহলে সর্বপ্রথম এনায়েতপুর থানা কে উপজেলায় রুপান্তিত করবেন
দ্বিতীয়ত,সিরাজগঞ্জের এনায়েতপুর এ তাতি সমৃদ্ধশীল এলাকা করতে ভূমিকা রাখবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন,
বেলকুচি চৌহালী,এনায়েতপুরের জনগণ যদি আমাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে দীর্ঘদিনের যে দাবি এনায়েতপুর উপজেলার সেটা আমি বাস্তবায়ন করবো। এবং বেলকুচি,চৌহালী, এনায়েতপুরে যে তাঁতের ঐতিহ্য সেটা আমি ফিরে আনবো ইনশাআল্লাহ।

