ঢাকাSaturday , 21 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

আর কোন দানব সরকারের আসার সম্ভাবনা না থাকে: রংপুরে শামসুজ্জামান দুদু

Nadigram
December 21, 2024 8:13 am
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুরঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে ধ্বংস করে পালিয়েছেন, লুটপাট করে দেশের অর্থনীতিকে ডুবিয়ে মেরেছে। তাই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে এনে আইনের আওতায় নিতে হবে এবং জুলুম অত্যাচার আর খুনের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যাতে করে আর কোন দানব সরকারের আসার সম্ভাবনা না থাকে।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভায় একথা বলেন তিনি।শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের লুটপাটের কারনে দেশে সব দিকে এখন শুধু হাহাকার, সকল প্রকার ব্যাংক বীমা ধ্বংশ করে দিয়েছেন, নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করেছে। এই ভাঙা দেশকে পুননির্মাণে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। বিএনপি অতিতের মতো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যদিয়ে ক্ষমতায় আসবে। এজন্য সংগঠনকে আরো সুসংগঠিত করতে, শক্তিশালী করতে বিএনপি মাঠে নেমেছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তিনি আরো বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন হবে। এজন্য আমাদের তৈরী হতে হবে সেইভাবে। সকল অপশক্তি প্রতিরোধে সতর্ক থাকতে হবে। এসময় তিনি নির্বাচন নিয়েও সর্তক থাকার পরামর্শ দেন সকল পর্যায়ের নেতাকর্মীদের।বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর’র সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নেত্রী বেবি নাজনীনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠিত বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভায় রংপুর বিভাগের আট জেলা ও ৫৮ উপজেলার সকল ইউনিটের আহবায়ক ও সদস্য সচিবরা অংশ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।